পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট এখনও পুরোপুরি কাটেনি। ৩৩৭ কোম্পানি বাহিনীতে সবুজ সংকেত মিললেও, বাকি ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে ভবিষ্যৎ কী, তা এখনও অস্পষ্ট। আর এসবের মধ্যেই পঞ্চায়েতের ময়দানে নয়া রণকৌশল তৃণমূলের।
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের খতিয়ান তুলে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের হাতে। এমনই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। সেই মতো বেশ কিছু লিফলেটও ছাপানো হয়েছে বলে জানালেন তিনি। কিছু লিফলেট হিন্দিতে, তো কিছু আবার ইংরেজিতে। রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ানের সেই লিফলেট শাসক শিবির বিলি করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
সাংবাদিক বৈঠকে সেই কথাই জানালেন কুণাল ঘোষ। কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ করছে তৃণমূল? দলের রাজ্য মুখপাত্রের কথায়, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাতে বুঝতে পারেন, রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে… সেই কারণেই এই পদক্ষেপ। কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী সহ বিভিন্ন সরকারি কর্মকাণ্ডের কথা তাঁদের বোঝানোর চেষ্টা করবে তৃণমূল এই লিফলেটের মাধ্যমে। এমন কত লিফলেট ছাপানো হয়েছে, কবে থেকে বিলি করা হবে? সেসব নিয়ে বিশেষ কিছু খোলসা করেননি কুণাল। তবে তৃণমূল মুখপাত্র জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের যেখানে তাঁরা দেখতে পাবেন, সেখানেই তাঁদের হাতে তুলে দেওয়া হবে এমন লিফলেট।
কুণালের বক্তব্য ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে কথা হয়েছে তাঁর। কুণালের মুখে বাংলার উন্নয়নের খতিয়ান শুনে সেই জওয়ান বেশ অবাক হয়ে গিয়েছেন বলেই দাবি কুণালের।