এখনও কাটেনি আতঙ্কের আবহ। ফের ঘটল বিপর্যয়। ভয়ে তিষ্ঠোতে পারছেন না এলাকাবাসী। উত্তর কলকাতার বউবাজারে যতবার মেট্রোর কাজ শুরু হয়েছ, ততবারই এলাকার বাড়িতে ফাটল থেকে শুরু করে নানা বিপত্তি ঘটেছে। ফলে কাজ বন্ধ রাখতে হয়েছে। এবারের ঘটনা দুর্গাপিতুরি লেনে। আজ, শুক্রবার সকালে একটি বাড়ির কার্নিশ ভেঙে পড়ার ঘটনায় আতঙ্ক তৈরি হয় বাসিন্দাদের মধ্যে। এই ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, আবার কি মেট্রোর কাজের জন্য বিপদ? তবে কেএমআরসিএল, তথা মেট্রোর এই নির্মাণকারী সংস্থা জানিয়ে দেয়, কলকাতা মেট্রোর কাজের জন্য এমন ঘটনা ঘটেনি। ৬বি দুর্গা পিতুরি লেনের একটি বাড়ির কার্নিশ আজ সকালে ভেঙে পড়ে। কারণ একদিকে বাড়িটি ফাঁকা পড়ে ছিল। আর অন্যদিকে ২০১৯ সালে এখানে ফাটল ধরা পড়ে। তখন সারিয়ে দেওয়া হলেও গত দু’দিনের বর্ষায় ভিজে নরম হয়ে গিয়েছিল বাড়ির কার্নিশ। যা ভেঙে পড়ে। তবে কেউ আহত হয়নি বলেই জানা গিয়েছে।
পাশাপাশি, বউবাজারে বিশেষ আপদকালীন পথ নির্মাণের কাজ শুরু হয়েছে। এবার মাটির প্রায় ২০ মিটার গভীর থেকে ওই পথ নির্মাণ কাজ শুরু হয়েছে। ফলে মেট্রোর কাজের জন্যই এমন ঘটনা ঘটেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। যেখানে এই কার্নিশ ভাঙার ঘটনা ঘটেছে, সেখান থেকে খানিকটা দূরে মাটির উপরে মেট্রোর কাজ চলছে। তাই আতঙ্ক ছড়াতে বেশি সময় লাগেনি। যদিও আতঙ্কিত হওয়ার দরকার নেই বলে জানিয়ে দিয়েছে কেএমআরসিএল। এমনকী অফিসাররা জায়গাটি পরিদর্শন করেন। অন্যদিকে বিপত্তি দেখা দিয়েছে পশ্চিম দিকের সুড়ঙ্গে। এই পশ্চিম দিকের পথটি হল -শিয়ালদা থেকে বউবাজার। কমপক্ষে তিনবার ওই সুড়ঙ্গে বিভ্রাটের সম্মুখীন হতে হয়েছে মেট্রোর কর্মীদের। একাধিকবার এখানে ক্রস প্যাসেজ গড়তে গেলে তা ধসে পড়েছে। তবে আপাতত স্বস্তি এসেছে বউবাজারের মেট্রোর কাজে। শেষ হয়েছে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ। এবার লাইন পাতা শুরু করবে মেট্রো। ২০২৩-এর ডিসেম্বর মাসের মধ্যে বউবাজারের সব কাজ শেষ করতে চায় নির্মাণ সংস্থা কেএমআরসিএল, সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।