কয়েকদিন টানা বৃষ্টি-বাদলের পর দক্ষিণবঙ্গে স্তিমিত হতে চলেছে বর্ষার প্রভাব। ফের চড়বে তাপমাত্রার পারদ। সঙ্গে ফিরবে আর্দ্রতাজনিত অস্বস্তি। ভ্যাপসা গরমে জেরবার হতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গবাসীকে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রায় মাস তিনেক সময় ধরে প্রবল গরমে হাঁসফাঁস করার পরে নিম্নচাপের কারণে কয়েক দিন টানা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে। ফলে প্রায় গোটা সপ্তাহজুড়েই তাপমাত্রা বেশ খানিকটা কম ছিল রাজ্যে। হাওয়া বলছে, আজ, শুক্রবার থেকেই কমছে বৃষ্টির পরিমাণ। বাতাসে আর্দ্রতাও বেড়ে যাবে বেশ খানিকটা। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও তাপমাত্রা ঊর্ধ্বগামী থাকবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে গাঙ্গেয় বাংলার ওপরে একটি অক্ষরেখা রয়েছে, যার ফলে ২-৩ দিন কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেটা সত্যি হলে গরম থেকে সামান্য রেহাই পেতে পারে কলকাতাবাসী। এর পরে আগামী এক সপ্তাহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। তবে বৃষ্টির পরিমাণ কমই থাকবে। আবহাওয়া দফতর বলছে, আজ, শনিবার থেকে আগামী ২-৩ দিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। কলকাতায় আজ আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৯২ শতাংশ। উত্তরবঙ্গে অবশ্য হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সব জেলাতেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। তবে কাল, শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে। ইতিমধ্যেই একাধিক এলাকায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।