আচমকাই ঘটল দুর্ঘটনা। আজ, শুক্রবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে একটি ওষুধ কারখানার চুল্লিতে ঘটল বিস্ফোরণ। এতে অন্তত দু’জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করেছে দমকলের তিনটি ইঞ্জিন। বিস্ফোরণের কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সারা এলাকা। প্রসঙ্গত, বিশাখাপত্তনমের অদূরে আনাকাপল্লি জেলার অচ্যুতপূরম বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাহিতি ফার্মার একটি কারখানা (ইউনিট) রয়েছে। সূত্রের খবর, সেই কারখানাতেই চুল্লিতে বিস্ফোরণ হয়। কী ভাবে বিস্ফোরণ তা এখনও পরিষ্কার নয়। অকুস্থলে পৌঁছে আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করেছে দমকলের তিনটি ইঞ্জিন। কারখানার ভিতরে অনেকের আটকে থাকতে পারেন, এমনই আশঙ্কা করা হচ্ছে।
এদিন বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান পুলিশের আধিকারিকরা। একই সঙ্গে প্রশাসনের আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কি কারণে এই বিস্ফোরণ, তা স্পষ্ট নয়। ল্যাবের ভিতরে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তাও জানা যায়নি। পরিস্থিতি কিছুটা আয়ত্তে এলে পুরো ঘটনা খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রশাসনের আধিকারিকরা। কোন গাফিলতির জেরেই এই ঘটনা কিনা তাও নিশ্চিত করতে তদন্ত হবে, এমনই জানিয়েছে পুলিশ।