এবার পুলিশের উদ্দেশে মানহানিকর মন্তব্যের জন্য বিজেপি সাংসদ সৌমিত্র খাঁকে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। গত এপ্রিলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের মানিকবাজারে স্বনির্ভর গোষ্ঠীর প্রায় ৩ কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে। সেই সময় সোনামুখী থানার আইসির বিরুদ্ধে সুর চড়ান বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। আইসির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে সৌমিত্রর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ।
পঞ্চায়েত ভোটের আবহে সেই মামলায় গ্রেপ্তারির আশঙ্কা করছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। তাই গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলার শুনানি হয়। সৌমিত্রকে রক্ষাকবচ দিলেও মামলার শুনানি চলাকালীন তীব্র ভর্ৎসনা করে বিচারপতি বলেন, ‘যে ভাষা তিনি বলেছেন বলে পুলিশ এফআইআরে উল্লেখ করেছে সেটা প্রবল খারাপ। একজন সাংসদের মুখ থেকে এই ভাষা আশা করা যায় না।’