রাজনীতি তাঁর নেশা হলেও আদতে তিনি একজন শিল্পী। দেওয়াল লিখনই তাঁর পেশা। এবং জীবনে সেটারই প্রাধান্যই আগে। আর তাই বরাত পেয়ে তৃণমূলের জন্য দেওয়াল লিখছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকের সংগ্রামপুর শিবাটি গ্রাম পঞ্চায়েতের সংগ্রামপুরের ১৭ নম্বর বুথের বিজেপি প্রার্থী নিলয় চক্রবর্তী।
প্রসঙ্গত, একদিকে তিনি শিল্পী। অন্যদিকে, এবারের পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক ময়দানে নেমেছেন। কিন্তু তা সত্ত্বেও ১৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী সাধনা সরকারের হয়ে দেওয়াল লিখে বেড়াচ্ছেন নিলয় বাবু। শাসক দলই তাঁকে দেওয়াল লিখনের বরাত দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি একজন শিল্পী। আমার জীবনে শিল্পী প্রাধান্য আগে। তারপর আমার পেশা। রাজনৈতিক সৌজন্যবোধের মধ্য দিয়ে এখানে শিল্পীর শিল্প কলা ফুটিয়ে তুলতে আমি নেমেছি। লড়াই হবে ভোটের দিন রাজনৈতিক ময়দানে। সেটা সম্পূর্ণ আলাদা।