উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাংলানি গ্রাম পঞ্চায়েতের তিন তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে মতুয়া সম্প্রদায়ের শোভাযাত্রা। তিন তৃনমূল প্রার্থী ১৯০ নম্বর গ্রাম সভার তৃণমূলের প্রার্থী ভৈরব বিশ্বাস, তেতুলিয়া পঞ্চায়েত সমিতির ২৪,নম্বর বুথের তৃণমূলের প্রার্থী কবিতা পাল, ১৮১ সাহা পাড়ার গ্রাম সভা তৃণমূলের প্রার্থী সুভাষ সাহা।এই তিনজন তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন স্বরূপনগরের মতুয়া সম্প্রদায়ের মানুষ।
এ দিন তিন প্রার্থীকে নিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের বাংলানি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ডঙ্গা, নিশান, হরিচাঁদ ঠাকুরের ছবি ফেস্টুন নিয়ে তৃণমূলের হয়ে ভোট চাইতে মানুষের দরবারে গেলেন। বিশেষ করে এই অঞ্চলটি মতুয়া সম্প্রদায়ের মানুষের বাস। একদিকে সীমান্তের ১০ হাজার একর জলাশয় বললির বিলে রয়েছে ইতিমধ্যে সরকারের মৎস্য হাব পরিকাঠামো তৈরির কাজ চলছে। তাতে কর্মসংস্থান প্রচুর পরিমাণে বাড়বে। মৎসজীবীদের আর শহরে গিয়ে মাছ বিক্রি করতে হবে না। দীর্ঘদিনের মতুয়া সম্প্রদায়ের মানুষের দাবি ছিল যে এখানে একটি মাছ রাখার সংরক্ষণ প্রকল্প তৈরি হোক। সেই কথামতো বেশ কয়েক বছর আগে মৎস্যমন্ত্রী ছিলেন চন্দ্রনাথ সিনহা, স্বরূপনগরের তেতুলিয়া এসে তার শুভ শিলান্যাস করে গিয়েছিলেন।
সেইমতো কাজ চলছে ।পাশাপাশি সরকারি প্রকল্প যেভাবে সুবিধা পাচ্ছে তাতে অনেকটা খুশি মতুয়া সম্প্রদায়ের মানুষ। এমনটাই জানালেন এদিন মতুয়া ভক্তরা । তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নামায় রাস্তার দু ধারে মানুষ কাতারে কাতারে দাঁড়িয়েছিল। পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের ভক্তরা জানান যেভাবে তৃণমূল সরকার তাদের পাশে এসে দাঁড়িয়েছে ,উন্নয়ন করছে, বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা পাচ্ছে , আরোও যাতে বেশি করে উন্নয়ন হয়, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল সেইগুলোর দিকে আরো বেশি করে সরকার যদি নজর দেয় তাহলে আরো উন্নয়ন হবে ।তাই আমরা উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীদের হয়ে প্রচারে নেমেছি।