বুধবার বিকেলে উত্তরপ্রদেশের শাহরানপুরে গুলিবিদ্ধ হন ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ রাবণ। সেখানে একটি কর্মসূচিতে তাঁর ওপর হামলা চলে। তবে তাতেও দমে না গিয়ে হাসপাতালে শুয়েই এবার উত্তরপ্রদেশ এবং কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন আজাদ।
তাঁর অভিযোগ, ভারতের গণতান্ত্রিক মূল্যবোধ এবং বি আর আম্বেদকরের তৈরি করা সংবিধান এখন বড় বিপদের মুখে। একইসঙ্গে এই ঘটনাকে সরকারের ব্যর্থতা বলে অভিহিত করে যোগী আদিত্যনাথের পদত্যাগও চেয়েছেন আজাদ। তিনি একটি টুইটে লিখেছেন, ‘আমার ওপর এই প্রাণঘাতী হামলা পুরোপুরি যোগী সরকারের ব্যর্থতার কারণে। রাষ্ট্রের জনগণের নিরাপত্তার দায়িত্ব সরকারের এবং আমিও সেই রাষ্ট্রেরই একজন দায়িত্বশীল নাগরিক। কিন্তু বিজেপি শাসিত এই রাজ্যের সরকার তলায় তলায় অপরাধীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করছে। মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
তিনি আরও বলেন, ‘এই রাজ্যের বহু মেয়ে, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘুদের উপরে কতটা নির্যাতন এবং অত্যাচার করা হয়, তা আপনারা কল্পনাও করতে পারবেন না। ক্ষমতার বলে এরা পাগল হয়ে গেছে। প্রথমে ইডি, সিবিআই এবং ইনকাম ট্যাক্স দিয়ে হয়রান করবে এবং তারপর ফেক পুলিশ ইনকাউন্টার, এমনকী বিরোধী নেতাদের লক্ষ্য করে দুষ্কৃতী দিয়ে গুলিও করাতে পারে। কিন্তু আপনারা ভুলে গেছেন যে আজও আমাদের বহুজন সমাজ সীমান্তে অকুতোভয় হয়ে লড়াই করে। আমিও সেই একই সমাজের অংশ। তাই চন্দ্রশেখরকে লক্ষ্য করে গুলি করতে পারেন, কিন্তু তাঁকে শেষ করে দিতে পারবেন না। আমার ৫৬ ইঞ্চি বুকের ছাতি নকল নয়।’