ফোনপে-র পোস্টারে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ছবি। সঙ্গে লেখা, আপনার কাজ করার জন্য ৫০ শতাংশ কমিশন দিন। এমনই পোস্টারে ছেয়ে গিয়েছে মধ্যপ্রদেশ। রাজ্য জুড়ে এই পোস্টার দিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের রাজ্য নেতৃত্ব এই পোস্টারগুলির ছবি-ভিডিও নিজেদের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে। দেখা গিয়েছে, ভোপাল, ইন্দোর, গোয়ালিয়র, সেহোর, বুধনি, উজ্জয়িনীর মতো একাধিক শহরে সেই পোস্টার পড়েছে। উল্লেখ্য, এই বুধনি বিধানসভা আসন থেকেই ভোটে দাঁড়িয়ে জিতেছেন এবং পরে মুখ্যমন্ত্রী হয়েছেন শিবরাজ সিং চৌহান।
বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরেই কংগ্রেসের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব চলছে। তবে ফোনপে তাদের নাম এবং লোগো ব্যবহারে আপত্তি জানিয়েছে৷ এই সংস্থাটি অবিলম্বে কংগ্রেসকে পোস্টারগুলি সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে এবং তা না হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
ফোনপে সেই পোস্টারগুলি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছে যে, রাজনৈতিক বা অরাজনৈতিক, অথবা অন্য কোনও তৃতীয় পক্ষ তাদের ব্র্যান্ডের লোগো অনুমতি ছাড়া ব্যবহার করতে পারে না। অবিলম্বে পোস্টারগুলি সরানো না হলে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে তারা। এদিকে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বিষয়টিকে ‘নোংরা রাজনীতি’ বলে কটাক্ষ করেছেন।