আর বেশি দেরি নেই। দিনকয়েক পরেই বাংলাজুড়ে পঞ্চায়েত নির্বাচন। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। কিছুদিন আগেই শেষ হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। এবার পঞ্চায়েত ভোটের প্রচারেও জেলায় জেলায় ঘুরছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও জনসভা, পথসভা, কোথাও আবার রোড শো’র মাধ্যমে জনসংযোগ সারছেন তিনি। আজ, শুক্রবার আসানসোলের বারাবনির রোড শো পঞ্চায়েত ভোটের প্রচারে পদ্মশিবিরকে তুলোধোনা করার পাশাপাশি সেখানকার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করলেন অভিষেক। ”এখানকার সবচেয়ে বড় চোরের নাম জিতেন্দ্র তিওয়ারি! এখন বিজেপির আশ্রয়ে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর নরেন্দ্র মোদি বলেন, তিনি চোর ধরবেন। কোথায় ধরছেন? তাহলে তো জিতেন্দ্র, শুভেন্দু সকলেরই জেলে থাকার কথা”, বক্তব্য তাঁর।
উল্লেখ্য, এদিন অভিষেকের সঙ্গে ছিলেন জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, রানিগঞ্জ, বারাবনির চার বিধায়ক। তাঁর সভা ঘিরে বিশাল ভিড় হয়। সালানপুরের রূপনারায়ণপুরের ডিএভি স্কুল থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে আমডাঙা মোড়ে গিয়ে শেষ হয় রোড শো। এত ভিড় দেখে স্বাভাবিকভাবেই আপ্লুত অভিষেক। ”এটা তো ট্রেলার মাত্র। পুরো সিনেমা বাকি আছে।” সেখান থেকেই অভিষেক সরাসরি নিশানা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। ”প্রধানমন্ত্রী মোদি বারবার বলেছেন, তিনি চোরদের ধরবেন। এখানকার সবচেয়ে বড় চোরের নাম জিতেন্দ্র তিওয়ারি। তিনি এখন বিজেপির আশ্রয়ে রয়েছেন। কোথায় আর চোর ধরছেন প্রধানমন্ত্রী?”, প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ।