অব্যাহত স্টিভ স্মিথের চোখ ধাঁধানো ফর্ম। বৃহস্পতিবার নিজের কেরিয়ারের ৩২তম টেস্ট শতরান করে ফেললেন তিনি। উল্লেখ্য, স্মিথের ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল স্পিনার হিসাবে। কিন্তু সেই স্পিনারই এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার পথে এগিয়ে চলেছেন তিনি। বৃহস্পতিবার অ্যাশেজের দ্বিতীয় টেস্টে শতরান করেন স্মিথ। টেস্ট ক্রিকেটে এটি তাঁর ৩২তম শতরান। অ্যাশেজে ১২তম এবং ইংল্যান্ডের মাটিতে অষ্টম। তাঁর সামনে শুধুই ব্র্যাডম্যান। স্যর ডোনাল্ড ব্র্যাডম্যানের ইংল্যান্ডের মাটিতে ১১টি শতরান রয়েছে। অ্যাশেজে তাঁর শতরানের সংখ্যা ১৯টি। অর্থাৎ, ইংল্যান্ডের মাটিতে চারটি এবং অ্যাশেজে আটটি শতরান করলেই স্মিথ টপকে যাবেন ব্র্যাডম্যানকে।
পাশাপাশি, অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে সব থেকে বেশি শতরানের তালিকাতেও দ্বিতীয় স্থানে স্মিথ। তাঁর সামনে শুধুই রিকি পন্টিং। ৪১টি টেস্ট শতরান রয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়কের। স্মিথ বৃহস্পতিবার স্টিভ ওয়-কে ছুঁয়ে ফেললেন। তাঁদের দু’জনেরই ৩২টি শতরান। তবে সব থেকে কম ইনিংস খেলে এই মাইলফলকে পৌঁছেছেন স্মিথ। ৯৯টি ম্যাচে ১৭৪টি ইনিংস খেলেছেন তিনি। বিগত ২০১০ সালে লর্ডসের মাঠে অভিষেক হয়েছিল স্মিথের। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে রান পাননি তিনি। তবে লর্ডসে শতরান আগেও করেছিলেন স্মিথ। ২০১৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন তিনি। বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় শতরান করলেন স্মিথ। অস্ট্রেলিয়ার তিনি চতুর্থ ব্যাটার, যাঁর লর্ডসে একের বেশি শতরান রয়েছে। স্মিথ ছাড়া এই কীর্তি রয়েছে ডন ব্র্যাডম্যান, বিল ব্রাউন এবং ওয়ারেন বার্ডসলের।