এবার জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে নজির গড়ল দুর্গাপুর লাইফ কেয়ার হাসপাতাল। এক রোগী পেটের যন্ত্রণায় কাতর হয়ে পড়েছিলেন। আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়ে, পেটের ভেতরে বাসা বেঁধেছে টিউমার। চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, রোগীর ডিম্বাশয়ে বড়সড় টিউমার তৈরি হয়েছে। সেটি ক্রমশ ছড়িয়ে পড়ছে চারদিকে। সঙ্গে সঙ্গেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সম্পন্ন হয় তা। মহিলার অপারেশন করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইশা সুদ্রানিয়া। তিনি জানিয়েছেন, ডিম্বাশয়ে টিউমার তৈরি হওয়া বিরল ব্যাপার। সাধারণত এই ধরনের টিউমার দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষেত্রবিশেষে ক্যানসারেও রূপান্তরিত হতে পারে তা।
এপ্রসঙ্গে ডাঃ ইশা সুদ্রানিয়া জানিয়েছেন, ডিম্বাশয় থেকে ২০ কিলোগ্রাম ওজনের টিউমার বেরিয়েছে। সেটি বায়োপসি করতে দেওয়া হবে। মহিলার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হাসপাতালের সিইও শতদল দত্তের কথায়, “এই ধরনের অপারেশন বিরল। টিউমার সার্জারি সফল হয়েছে।”ডাক্তাররা বলছেন, কমবয়সে ওবেসিটি খুব বেশি মাত্রায় বেড়ে গিয়েছে৷ বয়ঃসন্ধিকালে (১২-১৭ বছর বয়সে) দেখা যাচ্ছে বেশিরভাগ মেয়েই ওবেসিটির জন্য সিস্টের সমস্যায় ভুগছে৷ কারও পলিসিস্টিক ওভারিয়ান সিস্ট, আবার কারও চকলেট সিস্ট৷ আবার হরমোনের সমস্যা দেখা দিলে অনেকক্ষেত্রেই প্রথম ঋতুস্রাবে সমস্যা হয়, অনিয়মিত হয়ে পড়ে৷ এক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ এমন হলে আবার সংক্রমণ হয়ে অতিরিক্ত মাত্রায় সাদাস্রাবের সমস্যা দেখা দিতে পারে৷ ঘন ঘন প্রস্রাবের সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে। বারবার সংক্রমণ ঘটলে তার থেকেও ডিম্বাশয়ে সিস্ট বা টিউমার তৈরি হওয়ার আশঙ্কা ঘনীভূত হয়।