বৃহস্পতিবার প্রকাশ্য দিবালোকে শুটআউট হয় দক্ষিণেশ্বর আড়িয়াদহ এলাকায়। সেখানে যুব তৃণমূল নেতাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়। এবার এই গুলি কাণ্ডে প্রাক্তন সিপিএম বিধায়ককে নিশানা করলেন মদন মিত্র। জানালেন, ৭ দিন আগেই অভিযুক্তদের সতর্ক করেছিলেন। খবর ছিল, আহতকে খুনের জন্য ১ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দিনেদুপুরে আড়িয়াদহে তৃণমূলের যুব নেতাকে লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বাইক থেকে পড়ে যান অরিত্র ঘোষ নামে ওই যুবক। এরপর তাঁকে রাস্তায় ফেলেই মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভরতি করা হয় স্থানীয় হাসপাতালে। এই ঘটনার জন্য প্রাক্তন সিপিএম বিধায়ককে নিশানা করেছেন কামারহাটির বিধায়ক।
তিনি বলেন, ‘আড়িয়াদহ তরুণ দল স্পোর্টিং ক্লাবের রেজিস্ট্রি করাতে দেননি প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। আর সেই ঘটনার পর থেকেই এমন অপরাধের ঘটনা বারবার ঘটছে।’ এখানেই শেষ নয়, অরিত্র ঘোষকে খুনের জন্য ১ কোটি টাকা সুপারি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন মদন মিত্র।