এর আগে চলন্ত গাড়িতে সিটবেল্ট না বাঁধার জন্য জরিমানা দিতে হয়েছিল তাঁকে। তারপর লন্ডনের একটি পার্কে, যেখানে পোষ্য কুকুরদের চেন দিয়ে না বেঁধে খোলামেলাভাবে ঘুরতে দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ, সেখানে নিয়ম বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার ফের বিতর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। সরকারি নথিতে সই করার সময়, বা নিজের হাতে জরুরি নথি লেখার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর হাতে দেখা গেছে পাইলট ভি ফাউন্টেন পেন। যে পেনের কালি ইরেজেবল।
মানে এই পেন দিয়ে লেখা যখন তখন মুছে ফেলা যায়। ধরুন, আপনি কিছু লিখতে গিয়ে ভুল হয়ে গেল, পেনে লেখা হলে সেটা মোছা সম্ভব হয় না। কিন্তু পাইলট ভি ফাউন্টেন পেনের কালি সহজেই মোছা যায়। বিতর্কটা সেখানেই। কারণ, এমন পেনের লেখা তো যে কোনও সময় মুছে দিতে পারবেন সুনক। যদি ভবিষ্যতে কোনও বিতর্কে নাম জড়ায় তাঁর, তাহলে কোনও প্রমাণই থাকবে না। কারণ সরকারি নথির যে কোনও লেখা যে কোনও সময় মুছে দেবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর দফতর থেকে দাবি করা হয়েছে, ঋষি সুনক ইচ্ছাকৃত এমন পেন ব্যবহার করছেন না। তাঁকে সরকারি ভাবেই ওই পেন দেওয়া হয়েছে।