বিতর্ক পিছু ছাড়ছে না বঙ্গ বিজেপির। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে ফের বিপাকে পড়ল পদ্মশিবির। এবার বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বিরুদ্ধে উঠল নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ। তদন্তে নেমেছে ব্লক প্রশাসন। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেলা পরিষদের ৬ নম্বর আসনের বিজেপি প্রার্থী হৈমন্তী বন্দ্যোপাধ্যায় পাঁজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি নির্বাচনী বিধি ভেঙে ত্রিপল বিলি করেছেন ভোটারদের মধ্যে। বুধ ও বৃহস্পতিবার গৌরবাজার অঞ্চলের মাধাইগঞ্জ মোড়ের আদিবাসী পাড়ায় গিয়ে তিনটি বাড়িতে ত্রিপল বিতরণ করেন হৈমন্তীদেবী। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও দেবজিত দত্ত জানান, “তৃণমূলের তরফে বিধিভঙ্গের একটা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
প্রসঙ্গত, এবিষয়ে সাফাই দিয়ে বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার আহ্বায়ক তথা জেলা পরিষদের অভিযুক্ত বিজেপি প্রার্থীর স্বামী রূপক পাঁজা জানান, “প্রচার চলাকালীন ওই তিনটি বাড়ির প্রাকৃতিক দুর্যোগের কারণে করুণ অবস্থা। তা আমাদের নজরে আসে। অন্তঃসত্ত্বা বৃষ্টিতে বসে আছেন। এটা দেখে মানবিকতার কারণেই তাঁদের হাতে কম্বল তুলে দিয়েছি। পরিকল্পনা করে বিতরণ করতে আসেনি। যারা এই অভিযোগ তুলছেন তাঁরা চারতলা বাড়িতে থেকে ওই মানুষগুলোর দুর্দশা বুঝবেন না।” পালটা জবাব দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের। “আর্থিক দিক থেকে সবথেকে বিত্তশালী দল বিজেপি। তাঁদের আঞ্চলিক স্তরের নেতাদের চালচলন দেখলেই তা বোঝা যায়। সারাবছর দেখা যায় না এখন ভোটের আগে দরদ উথলে উঠছে”, গেরুয়াশিবিরকে একহাত নিয়ে স্পষ্ট বক্তব্য তাঁর।