আর বেশি দেরি নেই। আগামী মাসেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। ভোটের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর উপরে আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে বাহিনী। শুরু হয়ে গিয়েছে রুটমার্চ। আর আজ, বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে তৃণমূলের নয়া পরিকল্পনার কথা জানালেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
এদিন তৃণমূল মুখপাত্র বলেন, “কেন্দ্রীয় বাহিনীর জন্য লিফলেট ছাপিয়েছে হিন্দি এবং বাংলাতে। হাতে দেব। আপনার স্ত্রী কন্যাশ্রী পায়? স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার পান? মেয়ের বিয়ের জন্য রূপশ্রী পান? তাই বলছি এমন আচরণ করুন যে আপনি ফিরে গিয়ে বলবেন এমন সুযোগসুবিধা আমার রাজ্যেও চাই।” ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের হাতে রাজ্য সরকারের নানা সুযোগসুবিধা সম্বলিত লিফলেট দেওয়া হয় বলেও জানান কুণাল। সেই জওয়ান লিফলেট পড়েন। রাজ্য সরকার সত্যি এত সুযোগসুবিধা দেন কিনা, সেই প্রশ্ন করেন। “এই কাজ থামাতে আপনাদের এনেছেন। তাই এমনভাবে করুন যাতে ঘরের মেয়ের অধিকার ঠিকঠাক থাকে”, স্পষ্ট জানান তৃণমূল নেতা-নেত্রীরা।