কড়া পদক্ষেপের পথে হাঁটল কলকাতা পুলিশ। বর্তমানে ইন্টারনেট সহজলভ্য হওয়ায় সোশাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেন আমজনতার অধিকাংশই। আর সমাজমাধ্যমে অহরহ ঘুরে বেড়ায় নানান ভুয়ো খবর। যার ফলে বিভ্রান্ত হন মানুষ। এবার এই ভুয়ো খবরের রমরমা রুখতে তৎপর হল লালবাজার।
উল্লেখ্য, ইতিমধ্যেই নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কলকাতা পুলিশের মাসিক ক্রাইম কনফারেন্সে স্পষ্টভাবে এমনই জানিয়ে দিয়েছেন তিনি। পাশাপাশি, শহরে চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ দমন করতে, সিসিটিভি নজরদারি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে।