রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। ইতিমধ্যেই যার প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। এদিকে আগামী মাসে পঞ্চায়েত ভোটের পাশাপাশি রয়েছে তৃণমূলের শহিদ দিবসও। তাই পঞ্চায়েত ভোটের প্রচারের সঙ্গে ২১ জুলাইয়ের প্রস্তুতিও শুরু করে দিল তারা। ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে দলের তরফে। ব্যানার, পোস্টার তৈরি শুরু করার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এবারের ২১ জুলাইকে বিশেষ ভাবে নজরে রেখেছে তৃণমূল। বিজেপি বিরোধী জোটের পরিস্থিতি প্রসঙ্গেও এবারের শহিদ দিবসের মঞ্চ আরও বেশি চমকপ্রদ হতে পারে পারে বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক সমাবেশ থেকে লোকসভা ভোটে লড়াইয়ের ডাক দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জাতীয় রাজনীতি যে দিকেই মোড় নিক, বাংলার অগ্নিকন্যার অগ্রাধিকারে যে থাকবে বাংলার উন্নয়ন, সে কথা বলাই বাহুল্য। এবারের একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এ বার কার্যত সেই বার্তা দিতে পারেন তৃণমূলনেত্রী। একুশে জুলাইয়ের কর্মসূচিতে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে দলের যুব সংগঠনের। সে দিক থেকে একাধিকবার এই মঞ্চ থেকে দলের নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দলের সেকেন্ড ইন কম্যান্ড হিসেবে এই মঞ্চ থেকে তিনি এবার কী বলেন, সে দিকেও নজর থাকবে দলের কর্মী-সমর্থকদের।