২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে জোট বাঁধার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দলগুলি। অতিসম্প্রতিই পাটনায় চার ঘণ্টার বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী নেতা-নেত্রীরা আগামী লোকসভা ভোটে ঐক্যবদ্ধ ভাবে লড়ার বার্তা দিয়েছিলেন। জোটের পরবর্তী বৈঠক হওয়ার কথা ছিল সিমলায়। তবে সেই সিদ্ধান্তে এবার বদল এল। সিমলা নয়, বিজেপির বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হবে কংগ্রেস শাসিত আর এক রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন, এনসিপি প্রধান শরদ পওয়ার। তিনি জানান, আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
উল্লেখ্য, বৈঠকের দিন পরিবর্তনেরও বার্তা দিয়েছেন শরদ। তিনি বলেন, ‘‘আগামী ১৩-১৪ জুলাই বেঙ্গালুরুতে বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হবে।’’ প্রসঙ্গত, গত ২৩শে জুন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পাটনায় ১৫টি বিজেপি বিরোধী দলের শীর্ষ নেতানেত্রীদের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে জানিয়েছিলেন, পরের বৈঠক হবে সামলায়। বিরোধী শিবির সূত্রের খবর, প্রাথমিক ভাবে স্থির হয়েছিল ১২ই জুলাই বৈঠক হবে। এবার সেই সিদ্ধান্তে কিঞ্চিৎ বদল ঘটল।