এবারের ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকেই ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচার শুরু করবে তৃণমূল কংগ্রেস। ধর্মতলার ওই জনসভা মূলত পঞ্চায়েত ভোটের বিজয় উৎসব হিসাবে দলীয় স্তরে ধরা হলেও জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিন থেকেই কেন্দ্রে বিজেপি বিদায়ের প্রচার শুরু করে দেবেন।
স্বভাবতই এবছর ২১ জুলাইয়ের মঞ্চ ও জনসভা রাজনৈতিক মহলে পৃথক মাত্রা পেতে চলেছে। দলীয় স্তরে পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থীদের সমর্থনে জোর প্রচারের পাশাপাশি ২১ জুলাই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বুধবারই সভার জন্য পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের তরফে নেত্রীর ছবি দিয়ে পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘অমর একুশে জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো’ শীর্ষক পোস্টার ও হোর্ডিংয়ে প্রধান বক্তা হিসাবে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়া হয়েছে। এই একই হোর্ডিং ও পোস্টার রাজ্যের সর্বত্র পাঠানো হচ্ছে। দলের তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও পোস্টার বা হোর্ডিংয়েই কোনও ব্যক্তি বা জনপ্রতিনিধির নাম দেওয়া যাবে না। শুধুমাত্র প্রচারে স্থানীয় সংগঠনের নাম থাকতে পারে।
পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থীদের সমর্থনে জোর প্রচারের পাশাপাশি ‘২১ জুলাই ধর্মতলা চলো’ নিয়েও জোর প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। দলের তরফে অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক ও পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে মহানগর জুড়ে ২১ জুলাইয়ের ফ্লেক্স-হোর্ডিং লাগানোর নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, দলের তরফে রাজ্যজুড়ে একটাই ফ্লেক্স হবে, তার ডিজাইন করা সিডিও সমস্ত কাউন্সিলরকে দিয়ে আগামী রবিবারের মধ্যে মহানগরের সমস্ত রাস্তায় হোর্ডিং দিতে বলেছেন ফিরহাদ।