বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য নিয়ে ফের তোলপাড় হয়েছে রাজনৈতিক মহল। তুঙ্গে বিতর্কের ঝড়। শুভেন্দু দাবি করে বসেছেন, লোকসভা নির্বাচনে বিজেপি নাকি ৩৬টি আসন পাবে! আর তার ৩ মাসের মধ্যেই নাকি পড়ে যাবে রাজ্য সরকার! আর শুভেন্দুর এই মন্তব্যকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ বিজেপির সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে রানাঘাটে দলীয় কর্মসূচিতে যোগদান করে তিনি বললেন, সরকার কবে বদলাবে তা বলা মুশকিল। প্রসঙ্গত, বুধবার নন্দীগ্রামে এক দলীয় সভায় শুভেন্দুবাবু বলেন, “২০২৪ এর নির্বাচনে আমরা ১৮ থেকে ৩৬ হব। তার পর ৩ মাসের মধ্যে সরকার বদলে যাবে।”
আজ শুভেন্দুর এই মন্তব্য নিয়ে দিলীপ স্পষ্ট জানান, “বিভিন্ন লোক বিভিন্ন দৃষ্টিতে বলেন। কোনও কারণ থাকবে। কখন সরকার বদলাবে সেটা বলা মুশকিল। বিভিন্ন প্রেডিকশন থাকে লোকের। দেখা যাক।” উল্লেখ্য, এর আগে গত বছর ডিসেম্বরে বড় কিছু ঘটবে বলে ৩টি তারিখের উল্লেখ করেছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু তেমন কিছুই ঘটেনি। তিনি নতুন করে সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করায় স্বাভাবিকভাবেই কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল।