বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই বেকারত্ব হ্রাসে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিল্পায়ন এবং কর্মসংস্থানই যে পাখির চোখ, তাঁর সরকারের আগের দু’দফায় তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। করোনা অতিমারি পরিস্থিতিতেও বাংলায় থেমে ছিল না কর্মসংস্থান। এবার ফের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুরসভায় শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। সম্প্রতি কলকাতা কর্পোরেশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে মেডিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। লিখিত পরীক্ষা না দিয়ে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় নির্বাচন করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কলকাতা শহরের ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটিতে কর্মী নিয়োগ করা হবে। মূলত কলকাতা শহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মেডিক্যাল অফিসার নিয়োগ করবে কলকাতা পুরসভা। সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় মোট ৮৯ টি শূন্যপদে মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। নিয়োগের জন্য প্রার্থীদের বয়স ৬৫ বছরের মধ্যে হতে হবে। এবং প্রার্থীদের এমসিআই স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। একইসঙ্গে এক বছরের ইন্টার্নশিপ করার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি আবেদনের জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশনেরও প্রয়োজন রয়েছে। সংশ্লিষ্ট পদে নিযুক্ত হলে প্রার্থীরা প্রতি মাসে ২৪ হাজার টাকা বেতন পাবেন। সেক্ষেত্রে মেডিক্যাল অফিসারদের দিনে মোট চার ঘন্টা করে কাজ করতে হবে।