উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে হঠাৎই দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরা যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার জরুরি অবতরণ করেছিল শিলিগুড়ির সেবক এয়ারবেসে। কপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মমতা। পরে তাঁর চিকিৎসা হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা জানান, বাঁ হাঁটুর লিগামেন্ট এবং বাঁ দিকের হিপ জয়েন্টের লিগামেন্টে চোট পেয়েছেন তিনি। এই দুর্ঘটনার পর তাঁর দ্রুত আরোগ্য কামনায় যেভাবে বাংলাবাসী প্রার্থনা করেছে, তাতে যে তিনি আপ্লুত তা-ও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।
আজ একটি টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘‘আমার সুস্থতার জন্য সকলের শুভকামনায় আমি আন্তরিক ভাবে মুগ্ধ হয়েছি। মঙ্গলবার হেলিকপ্টারটি সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করায় আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছি।’’ ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি লিখেছেন, ‘‘সর্বশক্তিমানের দয়া এবং মেডিক্যাল টিমের প্রাণপণ প্রচেষ্টায়, আমি সুস্থ হয়ে উঠছি এবং বাড়িতে ফিজিয়োথেরাপি সেশন করছি।’’ কিন্তু অন্যদিকে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য চেয়ে রাজ্যবাসী বার্তা পাঠালেও বাংলায় বিরোধী দলের অনেকেই সৌজন্য দেখাননি একেবারেই। যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই।