এখনও প্রধান নির্বাচক বেছে নেয়নি বিসিসিআই। তবে আগেই চার জন জাতীয় নির্বাচককে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু প্রধান নির্বাচকের পদ এখনও ফাঁকা। এশিয়া কাপের আগেই প্রধান নির্বাচক বেছে নিতে চাইছে বোর্ড। তার জন্য আবেদন নিচ্ছে তারা। ৩০শে জুন আবেদনের শেষ তারিখ। ১লা জুলাই হবে ইন্টারভিউ। তার পরেই চেতন শর্মার ছেড়ে যাওয়া পদে নতুন নির্বাচক প্রধান বসাবে বিসিসিআই। সামনে এশিয়া কাপ ও তার পর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। এই দুই প্রতিযোগিতার আগে নির্বাচক কমিটি তৈরি রাখতে চাইছে বোর্ড। বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘‘অনেক সময়ই নির্বাচকদের মতের মিল হয় না। চার জন নির্বাচকের মধ্যে দু’জন এক দিকে ও দু’জন অন্য দিকে থাকতে পারেন। তখন সিদ্ধান্ত নিতে হয় প্রধান নির্বাচককে। সেই পদে যোগ্য ব্যক্তি বসানোর চেষ্টা করা হচ্ছে।’’
পাশাপাশি, বোর্ড সূত্রে জানা গিয়েছে, দৌড়ে সব থেকে এগিয়ে রয়েছেন অজিত আগরকর। ভারতের প্রাক্তন এই পেসার আগেও প্রধান নির্বাচক হবেন বলে জল্পনা হয়েছিল। কিন্তু এ বার হয়তো সেই জল্পনা সত্যি হবে। শোনা যাচ্ছে আগরকর ছাড়াও দৌড়ে রয়েছেন দিলীপ বেঙ্গসরকার ও রবি শাস্ত্রী। এখন যে চার জন নির্বাচক রয়েছেন তাঁরা হলেন, শিবসুন্দর দাস, সলিল আঙ্কোলা, সুব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রীধরণ শরথ। প্রধান নির্বাচক না থাকায় শিবসুন্দর সেই দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, ভারতের হয়ে ২৬টি টেস্ট, ১৯১টি এক দিনের ম্যাচ ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন ৪৫ বছরের আগরকর। আইপিএলে দিল্লী ক্যাপিটাসলের সাপোর্ট স্টাফ হিসাবেও কাজ করেছেন তিনি। এখন যে নির্বাচকেরা রয়েছেন, তাঁদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা সব থেকে বেশি আগরকরের। ফলত প্রধান নির্বাচকের ভূমিকায় তাঁকে দেখতে পাওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছে ক্রিকেটমহল।