কর্ণাটকে ভোটের প্রচারে গিয়ে একজন ডেলিভারি বয়ের সঙ্গে স্কুটিতে চড়েছিলেন। কিছুদিন আগেই সওয়ার হয়েছিলেন ট্রাকেও। আর এবার দিল্লিতে এক বাইক মেকানিকের দোকানে ঢুকে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মঙ্গলবার রাতে এক বাইক মেকানিকের সঙ্গে রাহুলের ছবি সামনে এসেছে। কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে।
করোলবাগের সেই বাজারে রাহুল গান্ধীর পৌঁছনোর ছবি শেয়ার করে কংগ্রেস লিখেছে যে, ‘এই হাতগুলিই ভারত তৈরি করে। এই জামাকাপড়ের কালি আমাদের অহংকার। আর এমন হাতগুলিকে উৎসাহিত করার কাজটি একজন জনগণের নেতাই করেন। দিল্লির করোলবাগে এক বাইক মেকানিকের সঙ্গে রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা জারি রয়েছে।
তবে শুধু দেখা করাই নয়। বাইক সারাইয়ের কাজও করতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে। এমনকী কোন মেশিন কী কাজে লাগে, জেনে নেন তার খুঁটিনাটিও। এভাবে হঠাৎ করে এলাকায় রাহুল গান্ধী চলে আসায় শোরগোল পড়ে যায়। তাঁকে দেখতে করোলবাগে ভিড় জমান বহু সাধারণ মানুষ। বাইকের দোকানে কিছুক্ষণ কাজ করার পর বাইরে এসে বহু স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন এবং করমর্দন করেন রাহুল।
ভারত জোড়ো যাত্রার পর থেকেই রাহুলের এমন চিত্র বারবার সামনে এসেছে। যেখানে তিনি মিশে যাচ্ছে সাধারণের ভিড়ে। আর সেখানেই হয়ে উঠছেন অসাধারণ। মন দিয়ে শুনছেন তাঁদের কথা, তাঁদের আক্ষেপ। মঙ্গলবার যেমন দিল্লির করোলবাগে দোকানে উপস্থিত মেকানিকদের কাছ থেকে যানবাহন সম্পর্কে নানারকম তথ্য জানেন রাহুল। তেমনই এর আগে গত ২৩ মে দিল্লি থেকে চণ্ডীগড় যাওয়ার সময় তিনি একটি ট্রাকে উঠে পরেছিলেন। ট্রাক চালকদের সমস্যা জানতে ও বুঝতে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন রাহুল। তারপর নিজের গন্তব্যে নেমে যান।