দীর্ঘদিন ধরেই চলছে টালবাহানা। শেষমেশ পাক ক্রিকেট বোর্ডকে কড়া বার্তা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি স্পষ্ট বুঝিয়ে দিল,
ভারতে বিশ্বকাপ খেলতে না এলে ফল ভুগতে হবে। পাক বোর্ডের উদ্দেশে আইসিসির বার্তা, “টুর্নামেন্টে অংশগ্রহণ করার চুক্তিতে তারা সই করেছে। তাই আমাদের আশা, পাকিস্তান বিশ্বকাপে থাকবে।” তাছাড়া, বিশ্বকাপে না খেলার ব্যাপারে কোনও বার্তা পাক বোর্ডের তরফে আইসিসিতে পাঠানো হয়নি। মঙ্গলবারই ক্রিকেট বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েছে। সরকারিভাবে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। আগামী ৫ই অক্টোবর থেকে বিশ্বকাপের বল গড়াচ্ছে। বিশ্বকাপের সূচি নিয়ে আইসিসির কাছে ৩টি অনুরোধ রেখেছিল পাক ক্রিকেট বোর্ড। এক, আহমেদাবাদে কোনও ম্যাচ তারা খেলতে চায় না। দুই, চেন্নাইয়ে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না। তিন, বেঙ্গালুরুর ব্যাটিং সহায়ক উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতেও আপত্তি জানায় তারা।
পাশাপাশি, পাকিস্তানের দাবি ছিল, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া ম্যাচের ভেন্যু অদলবদল করে দেওয়া হোক। কিন্তু তা হয়নি। এমনিতেই ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাওয়ায় বাবর আজমরা ভারতে বিশ্বকাপে আসবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। আইসিসি পাক বোর্ডের অনুরোধ না মানায় সংশয় আরও বেড়ে যায়। এরই মধ্যে আবার পাকিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতার মতো যে যে কেন্দ্রে পাকিস্তানের ম্যাচ পড়েছে, সেই সব কেন্দ্র খতিয়ে দেখার জন্য পাক প্রতিনিধি দল আসবে ভারতে। ম্যাচ কেন্দ্রগুলির ভেন্যু খতিয়ে দেখার পরে সেই প্রতিনিধি দল একটি রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে স্থির করা হবে, বাবর আজম-শাহিন আফ্রিদিরা আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে খেলবেন কিনা। অর্থাৎ পাকিস্তানের ভারতে খেলতে আসা নিয়ে এখনও সংশয় আছে। এরই মধ্যে আইসিসির তরফে সতর্ক করে দেওয়া হল পাক বোর্ডকে।