কখনও গবাদি পশুর ধাক্কায় ট্রেনের ক্ষতি, তো কখনও ট্রেনের ধাক্কায় মহিলা বা শিশুর মৃত্যু— বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাধের বন্দে ভারত এক্সপ্রেস। এবার সেই সেমি হাই স্পিড ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু। বারাণসী থেকে দিল্লির দিকে যাওয়ার পথে লাইনের উপর যুবককে ধাক্কা মারে ট্রেনটি।
মনে করা হচ্ছে, ওই যুবক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিলেন। ট্রেন আসছে, খেয়াল করেননি। বন্দে ভারতের ধাক্কায় এর আগেও মানুষের মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, উত্তরপ্রদেশের টুণ্ডলা জেলার জলেসর এবং পোরা গ্রামের মাঝে মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্তের রিপোর্টে, যুবকের লাইন পার হওয়ার কথা বলা হলেও এ বিষয়ে বিস্তারিত তদন্ত করবে রেলপুলিশ।
ঘটনাচক্রে মঙ্গলবারই পাঁচটি নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ছিল তাঁর উদ্বোধন কর্মসূচি। রানি কমলপতি স্টেশনে গিয়ে সামনে দাঁড়িয়ে থেকে দু’টি ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী। সেগুলি হল, রানি কমলাপতি (ভোপাল)-জবলপুর বন্দে ভারত এক্সপ্রেস এবং খাজুরাহো-ভোপাল-ইনদওর বন্দে ভারত এক্সপ্রেস। বাকি তিনটি ট্রেনের উদ্বোধন করা হয় ভার্চুয়াল মাধ্যমে।