নিজেদের ধর্মীয় বিশ্বাস অক্ষুণ্ণ রেখে হাসপাতালের নিয়ম অনুযায়ী পোশাক পরতে খুবই অসুবিধা হয়। আর তাই এবার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে অপারেশন থিয়েটারে হিজাবের বিকল্প ব্যবস্থার আবেদন জানাল কেরালার একদল মুসলিম পড়ুয়া। সরকারি মেডিক্যাল কলেজের ৭ মুসলিম ছাত্রী সাফ জানিয়েছেন, ধর্মীয় বিশ্বাসের কথা মাথায় রেখে সবসময় মাথা ঢেকে রাখতে হবে। তাই হিজাবের বিকল্প চাই।
প্রসঙ্গত, এর আগে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অধিকারের দাবিতে উত্তাল হয়েছিল কর্ণাটক। দীর্ঘদিন ধরে এই দাবি নিয়ে আইনি লড়াইও চলছে। তার মধ্যেই কেরালার শিক্ষাক্ষেত্রেও উঠে এল হিজাব প্রসঙ্গ। জানা গিয়েছে, তিরুঅনন্তপুরমের সরকারি মেডিক্যাল কলেজের কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে সাত ছাত্রী। তাঁদের দাবি, অপারেশন থিয়েটারে হিজাব পরা একেবারে অসম্ভব। কিন্তু সবসময় যেন মহিলারা মাথা ঢেকে রাখতে পারেন এমন কোনও বিকল্প পোশাকের ব্যবস্থা করতে হবে।