উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবারও বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। বুধবার সকাল ১০টা নাগাদ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে গিয়ে পৌঁছয় রাজ্যপালের কনভয়। আগে থেকেই সেখানে জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। রাজ্যপালের কনভয় পৌঁছতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই পড়ুয়ারা। ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও।
উল্লেখ্য যে, বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপালের। গত সোমবারও বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন উত্তরবঙ্গ সফরে আসা রাজ্যপাল।
উচ্চশিক্ষা দফতর তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আলোচনা ছাড়া, রাজ্যপাল তথা আচার্য যে সব অস্থায়ী উপাচার্যকে বেছেছিলেন, তাঁদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে বলা হয়েছিল রাজভবনের তরফে। তবে সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যপাল শুধু পঞ্চায়েত ভোট নিয়েই মন্তব্য করেন। তিনি বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে একাধিক অভাব-অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। আমার কাছে ‘ফিল্টার’ হয়ে বিভিন্ন তথ্য পৌঁছয়। কাজেই সাধারণ মানুষের কী অভাব-অভিযোগ রয়েছে, তা যেন সঠিক ভাবে খতিয়ে দেখা হয়।’