সাম্প্রতিক অতীতে রাহুল গান্ধী-সহ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক মামলা তথা এফআইআর হয়েছে। অবশ্যই মামলাকারীরা গেরুয়া নেতা-কর্মী। এবার বিপরীত ঘটনায় সরগরম দেশের রাজনীতি। রাহুল গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ টুইট করায় এফআইআর দায়ের হল বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে।
গত ১৭ জুন বিজেপির আইটি সেল প্রধান টুইট করেন, ‘রাহুল গান্ধী বিপজ্জনক এবং একটি ছলনাময় খেলা চালাচ্ছেন’। একটি ব্যাঙ্গাত্বক কার্টুনের সঙ্গে ওই মন্তব্য করা হয়েছিল। এর বিরুদ্ধেই বেঙ্গালুরুতে এফআইআর দায়ের করেছেন কংগ্রেস বিধায়ক রমেশ বাবু।
এই বিষয়ে কংগ্রেস বিধায়ক তথা কর্ণাটকের মন্ত্রী কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্কের কটাক্ষ, আইন দেখলেই ভয়ে কাঁদতে শুরু করে বিজেপি। বলেন, ‘দেশের আইন মানতে সমস্যা হয় ওদের। আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই, এফআইআর-এর কোন অংশটি অসৎ উদ্দেশ্যে দায়ের করা হয়েছে। আইনি মতামত নিয়েই যা করার করেছি আমরা’।