বর্তমানে দেশের বিভিন্ন ধর্মের মানুষের রীতিনীতি অনুযায়ী আলাদা বিধি চালু আছে। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার-সহ কিছু বিষয়ের নিষ্পত্তি বিভিন্ন ধর্ম, জাতি ও উপজাতিদের মধ্যে প্রচলিত নিজস্ব আইন ও বিধি অনুযায়ী হয়ে থাকে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই দেশের বহুত্ববাদকে ধাক্কা দিয়ে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায় মোদী সরকার। যা চালু হলে সব ধর্ম, জাত ও সম্প্রদায়ের মানুষের জন্য একটাই নিয়ম হবে। মঙ্গলবারই ভোপালের সভা থেকে এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এক দেশে কখনও দুটো আইন চলতে পারে?
একই পরিবারের সদস্যদের জন্য কি কখনও পৃথক নিয়ম বলবৎ হয়?’ বুধবার টুইট করে মোদীকে পাল্টা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। টুইটে তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রীকে আগে বুঝতে হবে, দেশ আর পরিবার এক বিষয় নয়। পরিবারের সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক থাকে। আর দেশের মানুষের বাঁধুনির মৌলিক জায়গাটা হল সংবিধান।’ এখানেই না থেমে তিনি আরও লিখেছেন, ‘পরিবারের সদস্যদের মধ্যেও বৈচিত্র থাকে। আর দেশের মানুষের উপর কখনও সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদের সরকার কোনও কিছু চাপিয়ে দিতে পারে না।’