আদর করে নেট নাগরিকরা নাম দিয়েছেন ‘লালসোনা’। বুঝলেন না নিশ্চই। দেশজুড়ে সেঞ্চুরি হাঁকিয়েছে লাল টম্যাটো। এবারে ঠিক বুঝে গিয়েছেন বঙ্গ-গৃহস্থরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার মালবাজারের প্রচারসভা থেকে টম্যাটোসহ বাজারের দামবৃদ্ধি নিয়ে এফালা-ওফালা করেন নরেন্দ্র মোদীকে।
ঘটনা হল দিল্লিতে গতকালই টম্যাটোর দাম ৮০ এবং মুম্বইয়ে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে। বাজারে কানাঘুষো শোনা যাচ্ছে, আরও দাম বাড়বে টম্যাটোর। আর তা নিয়েই নেট দুনিয়ায় সাড়া পড়ে গিয়েছে হাসি-মশকরার। জনতার কোতোয়ালিতে সরকারের আঁশ ছাড়ানোর কাজ চলছে।
বেশ কয়েকটি রাজ্যেই টম্যাটোর দাম সেঞ্চুরি ছাড়িয়েছে। সরবরাহে ঘাটতির কারণে এমনটা হয়েছে বলে ব্যবসাদারদের দাবি। তাঁদের দাবি, খারাপ আবহাওয়ার কারণে চাহিদা ও জোগানের মধ্যে ব্যাপক ফারাক দেখা দিয়েছে। কর্নাটক এবং তেলঙ্গানার মতো দক্ষিণের রাজ্যে অতিবৃষ্টি ও বন্যার এর একটা প্রধান কারণ। একইভাবে পাহাড়ি রাজ্যগুলিতেও বৃষ্টি ও বন্যায় উৎপাদন মার খেয়েছে। এইসব জায়গা থেকেই প্রচুর টম্যাটো আসে দেশের বাজারে।
কৃষকদের বক্তব্য, দেশজুড়ে তাপপ্রবাহে টম্যাটো উৎপাদন মার খেয়েছে। বাজার বিশেষজ্ঞদের কথা অনুযায়ী, আরও দাম বাড়বে আগামী কয়েকদিনে। আর তাতেই দামবৃদ্ধি নিয়ে চাটনি রান্না শুরু করেছে নেট দুনিয়া।