গত ২ জুন উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। যার ফলে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ যাত্রীর। সেই ঘটনার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে বড়সড় বিপর্যয়ের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল হাওড়া-কাটোয়া লোকালের যাত্রীরা। মঙ্গলবার রাত প্রায় ন’টা নাগাদ কাটোয়ার দাঁইহাট স্টেশনের কাছে কামরূপ এক্সপ্রেসকে পার করানোর সময় দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া-কাটোয়া লোকাল ট্রেনটি। তবে হতাহতের কোনও খবর নেই। ট্রেনটি ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীদের গায়ে আঁচ লাগেনি।
জানা গিয়েছে, কামরূপ এক্সপ্রেসকে পাস করানোর সময় লোকালটিকে চতুর্থ লাইনে নিয়ে যাওয়া হচ্ছিল। আগে থেকেই চতুর্থ লাইনে কাজ চলছিল। কাটোয়ার দাঁইহাট স্টেশনে কাছেও রেললাইনের কাজ চলছিল। সেসময় যাত্রীবাহী লোকাল ট্রেনটি লাইনের ওপর জড়ো করে রাখা স্লিপারে ধাক্কা দেয়। গতিবেগ কম থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় যাত্রীবাহী ট্রেনটি। তবে এই ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। মঙ্গলবার রাত নটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।