আবারও উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। মঙ্গলবার সকালের অশান্তির রেশ কাটতে না-কাটতেই রাতে ফের গুলি চলল সেখানে। এ বার গীতালদহ-১ পঞ্চায়েতের বিদায়ী প্রধান বিজলী খাতুনের ভাই শাহানুর হককে গুলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে।
গুরুতর জখম শাহানুরকে দিনহাটা প্রথমে মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করার পরামর্শ দেন। আপাতত কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়ের অভিযোগ, মঙ্গলবার রাত ১১টা নাগাদ গীতালদহে তৃণমূলের প্রার্থী বিজলী খাতুনের নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তাঁর ভাই শাহানুর। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হন শাহানুর। গুলি তাঁর পেটে লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পার্থ আরও বলেন, ‘বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দিনহাটায় তৃণমূল প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের উপর হামলা চালাচ্ছে। প্রশাসনের কাছে আমরা দ্রুত পদক্ষেপের আবেদন জানাব’। তাঁর দাবি, সীমান্তবর্তী এলাকায় বিএসএফের মদতে পার পেয়ে যাচ্ছেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা।