আগামী মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। রয়েছে দুটি টেস্ট, তিনটি ওডিআই ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ। তারপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে ভারত। মঙ্গলবার রাতে ক্রিকেট আয়ারল্যান্ডের তরফে সূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও আয়ারল্যান্ড সফরে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল ভারত। আয়ারল্যান্ডের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৮ই আগস্ট টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু। শেষ হবে ২৩শে আগস্ট। মাঝে ২০শে আগস্ট একটি ম্যাচ রয়েছে। ডাবলিনের ম্যালাহাইডের মাঠে প্রত্যেকটি ম্যাচ হবে। জুলাই থেকে আগস্টের শুরু পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ফরম্যাটেরই সিরিজ খেলবে ভারত। আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে। সেখান থেকে আইরিশ মুলুকে পাড়ি দেবে ভারতীয় দল।
অতিসম্প্রতি এক বিবৃতিতে আয়ারল্যান্ড ক্রিকেটের মুখ্য কর্তা ওয়ারেন ডিউট্রম জানিয়েছেন, “১২ মাসে এই নিয়ে দ্বিতীয় বার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলতে পেরে আমরা আনন্দিত। একটা উত্তেজক সিরিজ়ের অপেক্ষায় রয়েছি। গত বার দুটো ম্যাচেই দর্শকাসন পূর্ণ হয়ে গিয়েছিল। এ বার তিন ম্যাচের সিরিজ়। আশা করি আরও বেশি সমর্থক ক্রিকেটের আনন্দ উপভোগ করতে পারবেন।” প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দল এখনও ঘোষিত হয়নি। এক দিনের দলে প্রথম সারির সব ক্রিকেটার খেললেও বিশ্বকাপের কথা ভেবে টি-টোয়েন্টি সিরিজে তাঁদের বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে হয়তো আরও এক বার টি-টোয়েন্টিতে ভারতের নেতৃত্ব দেবেন হার্দিক পাণ্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই তিনি নেতৃত্ব দিতে পারেন। তার পর দল নিয়ে পৌঁছে যাবেন আয়ারল্যান্ডে।