বৃহস্পতিবার বকরি ইদের দিন কুরবানি দেবেন বলে আবাসনে দু’টি ছাগল নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। কিন্তু তার আগেই আবাসনে ছাগল নিয়ে আসা নিয়ে তাঁর সঙ্গে গন্ডগোল বেঁধে গেল অন্য আবাসিকদের। মঙ্গলবার মুম্বইয়ের মীরা রোডের একটি অভিজাত আবাসনের বাসিন্দা মহসিন শেখের বিরুদ্ধে অন্য আবাসিকরা রীতিমতো সুর চড়াতে শুরু করেন। আবাসিকদের একাংশ দাবি করেন, সোসাইটির মধ্যে কোনওভাবেই কুরবানি দেওয়া যাবে না ছাগল। শুধু তাই নয়, প্রতিবাদে তাঁরা তারস্বরে হনুমান চালিশা পাঠ শুরু করেন। কেউ কেউ জয় শ্রীরাম স্লোগানও দিতে শুরু করেন!
যদিও মহসিন শেখ নামের ওই বাসিন্দার দাবি, এমন ঘটনা নতুন নয়। কারণ ওই আবাসনে প্রায় ২০০-২৫০টি মুসলিম পরিবার বাস করেন। ফলে তাঁরা প্রতি বছরই কুরবানির জন্য ছাগল নিয়ে আসেন। আবাসনের মধ্যে প্রতি বছরই এমন ছাগল এনে বাঁধা থাকে। কিন্তু এ বছরেই সমস্যা তৈরি হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোসাইটিতে ছাগল রাখা যাবে না। সেই কারণেই তিনি নিজের ঘরে ২টি ছাগল নিয়ে আসেন বলে দাবি মহসিনের। কিন্তু তাতেও প্রতিবাদ শুরু করেন অন্য আবাসিকরা। খবর পেয়ে মীরা রোডের ওই আবাসনে পৌঁছয় পুলিশ। শেষমেশ পুলিশের নির্দেশে ছাগল দু’টি আবাসনের বাইরে বের করে দিতে বাধ্য হন মহসিন।