রথযাত্রা উপলক্ষে বর্তমানে পুরীতে উপচে পড়া ভিড়। প্রতিদিনই দর্শনার্থীদের ঢল নামছে। এরই মধ্যে ফের নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল পুরীর জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের ছবি-ভিডিও। যা নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে মন্দিরের নিরাপত্তা নিয়েও।
অভিযোগ, এক ব্যক্তি মন্দিরের ভিতরের দৃশ্য ভিডিও করে তা ইনস্টাগ্রামে পোস্ট করেন। আর সেই দৃশ্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, রোহিত জসওয়াল নামে ওই ব্যক্তি রথযাত্রা উপলক্ষে বারাণসী থেকে পুরী গিয়েছিলেন। সেই সময়ই নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকে পলেন তিনি।
শুধু তাই নয়, গর্ভগৃহটির নানা অংশ মোবাইলে ভিডিও-ও করেন। কিন্তু যেখানে ফোন কিংবা ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি নেই, সেখানে কীভাবে তিনি মোবাইল নিয়ে পৌঁছে গেলেন? তবে কি নিরাপত্তায় বড়সড় গলদ থেকে যাচ্ছে? এসব প্রশ্নই উঠতে করেছে।