নতুন পালক যোগ হল ভারতের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর মুকুটে। এবার ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হলেন তিনি। ঝুলনের সঙ্গে সদস্য হয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান এবং ইংল্যান্ডের মহিলা দলের অধিনায়ক হেথার নাইট। এমসিসির ক্রিকেট কমিটির সদস্য হিসাবে লর্ডসে ক্লাবের আগামী বৈঠকে যোগ দেবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটার, আম্পায়ার এবং ক্রিকেট কর্তাদের নিয়ে তৈরি এই কমিটি ক্রিকেটের স্বার্থে স্বাধীন ভাবে কাজ করে। উল্লেখ্য, মহিলাদের ক্রিকেটে নিজের সেরা সময় ঝুলন ছিলেন অন্যতম দ্রুত গতিসম্পন্ন বোলার। গত বছর লর্ডসেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ বার দেশের হয়ে খেলেছিলেন ঝুলন। সেই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি। দু’দশকের আন্তর্জাতিক ক্রিকেটজীবনে ১২টি টেস্টে ৪৪টি উইকেট এবং ২৭২টি সীমিত ওভারের ম্যাচে ৩১১টি উইকেট রয়েছে ঝুলনের।
প্রসঙ্গত, গত এপ্রিলে ঝুলনকে আজীবন সদস্য পদ দিয়েছিল এমসিসি। বর্তমানে ক্লাবটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইক গ্যাটিং। তিনি বলেছেন, ‘‘ঝুলন, হেথার এবং মর্গ্যানকে স্বাগত জানাতে পেরে আমরা উচ্ছ্বসিত। ওরা তিন জনই আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত পারফরমার। ক্রিকেট সম্পর্কে ওদের অভিজ্ঞতা, জ্ঞান আমাদের কমিটিকে আরও সমৃদ্ধ করবে।’’ এমসিসির ক্রিকেট কমিটিতে ধীরে ধীরে মহিলা সদস্যের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এ নিয়ে গ্যাটিং বলেছেন, ‘‘আমরা মহিলা প্রতিনিধির সংখ্যা বৃদ্ধি করছি। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। গত কয়েক বছরে মহিলাদের ক্রিকেট অনেক এগিয়ে গিয়েছে। ঝুলন, হেথার ছাড়াও কমিটিতে ক্লেয়ার কনর এবং সুজ়ি বেটস রয়েছে। ওদের মতামতও ক্রিকেটের জন্য জরুরি।’’ আগামী সোমবার এবং মঙ্গলবার দু’দিন ধরে লর্ডসে হবে এমসিসির ক্রিকেট কমিটির বৈঠক। ক্রিকেটের নানা নিয়ম নিয়ে পর্যালোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। ঝুলনও সেখানে উপস্থিত থাকবেন প্রথম বার।