এবার পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডাড়ি ময়দানের জনসভা থেকে ফের বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান থেকে দ্রব্য মূল্য বৃদ্ধি ইস্যুতে এদিন ফের মোদী সরকারকে নিশানা করেন তিনি। পাশাপাশি বাম-কংগ্রেসের উদ্দেশে আবারও জানিয়ে দেন কেন্দ্রে জোট করে লড়াই হলেও রাজ্যে লড়াই কিন্তু উল্টো দিকে দাঁড়িয়েই।
এদিন চেকেন্দার জনসভা থেকে চা বাগান নিয়ে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপি প্রতিশ্রুতি দিয়েও কোনও চা বাগান খোলেনি। আমরাই সব চা বাগান খুলে দিয়েছি। চা বাগানে শ্রমিকদের পাট্টা দেবে রাজ্য সরকার। কাজ শুরু হয়ে গিয়েছে। চা শ্রমিকদের জন্য ঘরের ব্যবস্থা করবে রাজ্য সরকার।’ প্রধানমন্ত্রীর বিদেশ ভ্রমণ নিয়েও এদিন কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। বলেন, ‘দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। উনি রাশিয়া, আমেরিকা ঘুরে বেড়াচ্ছেন, এদিকে টমেটো ১০০ টাকা কেজি। টমেটোর দাম কেজিতে ১০০ টাকারও বেশি হয়ে গেছে দিল্লি, মুম্বাইয়ে।’
তাঁর দাবি, ‘বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। আগামী বছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি। দেশে এনআরসি করছেন, এনকাউন্টার করে মানুষকে মারছে। বিদেশে গিয়ে নাম কুড়ানোর জন্য অন্য কথা বলছে।’ অন্যদিকে, পঞ্চায়তে ভোট দেওয়া নিয়ে বলতে গিয়ে এদিন মমতা বলেন, ‘ব্যালট বাক্সে পঞ্চায়েত ভোট হচ্ছে। মনে রাখবেন এবার আপনাকে তিনটে ভোট দিতে হবে। তিনটে ভোট দেবেন আর মনে রাখবেন আগামী দিনে দিল্লি থেকে মোদী সরকারকে সরানোর শপথ নিতে হবে।’
এরপরেই সিপিএম-কংগ্রেসকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাদের কথা বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ‘অল ইন্ডিয়ায় (সারা ভারতে) আমরা জোট করব। কিন্তু বাংলায় যে ভাবে সিপিএম-কংগ্রেস-বিজেপি এক সঙ্গে কাজ তাতে ওদের থোতা মুখ ভোতা হয়ে যাবে। তার কারণ, মানুষের বিশ্বাস হারাতে নেই, মানুষের সঙ্গে বিশ্বাসঘতকতা করতে নেই।’