দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন কৃষ্ণা ভদ্র। তিনি এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ তথা সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী। সোমবার রাত ১টা নাগাদ নিউ আলিপুরের বাড়িতেই কৃষ্ণাদেবী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে জানিয়েছে তাঁর পারিবারিক সূত্র। বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। স্ত্রীর শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্সি সংশোধানাগার থেকে প্যারোলে মুক্তি দেওয়া হতে পারে সুজয়কৃষ্ণকে।
প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার পর থেকেই সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবীরা একাধিকবার তাঁর জামিনের আবেদন করেছিলেন। মক্কেলকে নির্দোষ বলে দাবি করে আইনজীবীদের যুক্তি ছিল, সুজয়কৃষ্ণের স্ত্রী অসুস্থ। স্ত্রীর দেখাশোনা করতেন সুজয়কৃষ্ণ নিজেই। ফলত তাঁকে জামিন দেওয়ার আর্জি জানিয়েছিলেন আইনজীবীরা। কিন্তু বারে বারেই জামিন খারিজ করেছে আদালত। এর মধ্যেই চলে গেলেন স্ত্রী কৃষ্ণা। স্বাভাবিকভাবেই শোকবিহ্বল সুজয়কৃষ্ণ।