১৯৯৯ সালে তৈরি হয়েছিল ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএ। আর তার পাঁচ বছর পর ২০০৪-এর মে মাসে সোনিয়া গান্ধীর নেতৃত্বে তৈরি হয় ইউপিএ অর্থাৎ ইউনাইটেড প্রোগ্রেসিভস অ্যালায়েন্স। তবে আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ-র মোকাবিলায় তৈরি হতে পারে নয়া বিরোধী জোট পিডিএ।
সূত্রের খবর, গত শুক্রবার পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা প্রস্তাবিত জোটের নাম প্যাট্রিয়টিক ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স রাখার পরামর্শ দেন। তাঁর প্রস্তাবে প্রায় সব নেতাই সায় দেন। তবে নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিমলার বৈঠকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সিপিআই নেতা রাজা চলতি রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দেশবাসীর স্বাধীন জীবনযাত্রা এখন বিপন্ন। বিজেপি ছদ্ম দেশপ্রেমের কথা বলে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। বিজেপিকে দেশপ্রেমের অস্ত্রেই ঘায়েল করতে হবে। বিহারের কংগ্রেস নেতা অসিত নাথ তিওয়ারি শুক্রবারের বৈঠকে রাজ্যপার্টির তরফে উপস্থিত ছিলেন। তিনি জানান, ডি রাজার প্রস্তাব নেতাদের অনেকের মনে ধরেছে। আরও আলোচনা হবে।