রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আগামী ৮ জুলাই ভোট। আর সেদিকে তাকিয়েই ভোট প্রচারে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডাড়ি ময়দানের জনসভা থেকে ফের বিএসএফকে কড়া ভাষায় বার্তা দিলেন তিনি। গতদিনও কোচবিহার থেকে বিএসএফকে নিশানা করেছিলেন তৃণমূল নেত্রী। আর মঙ্গলবার জলপাইগুড়ি থেকে বিএসএফকে নিরপেক্ষ হয়ে কাজ করার বার্তা দিলেন তিনি।
গতকাল কোচবিহার থেকে বিএসএফকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী। তখন তিনি বলেছিলেন, ‘কোচবিহারে গুলি করে মারাটা যেন এক অধিকারের মধ্যে পড়ে গিয়েছে। এরা করবে দেশ শাসন? প্রশাসনকে বলব সজাগ দৃষ্টি রাখতে। বিএসএফ ভয় দেখালে অভিযোগ করবেন, ভয়ে ঘরে বসে থাকবেন না।’ আর এবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘বিএসএফের সবাই খারাপ নয়। নিরপেক্ষ হয়ে কাজ করতে হবে।’ সুতরাং বিএসএফ যে নিরপেক্ষভাবে কাজ করে না সেটা আবার গ্রামবাংলার মানুষকে বুঝিয়ে দিলেন তিনি।