চলছে আসন্ন ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের খেলা। সোমবার ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়ে চমকে দিল নেদারল্যান্ডস। সুপার ওভারে ম্যাচ জিতল ডাচরা। প্রথমে ব্যাট করে ৩৭৪ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হারিয়ে সেই রান তোলে নেদারল্যান্ডস। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে জিতে যায় নেদারল্যান্ডস। এদিন নিকোলাস পুরানের শতরানে ভর ৩৭৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই রান কাজে এল না বোলারদের ব্যর্থতায়। নেদারল্যান্ডসের তেজা নিদামানুরু ১১১ রান করেন। শেষ বলে এক রান প্রয়োজন ছিল ডাচদের। কিন্তু সেই বলে আউট হয়ে যান লগান ভ্যান বিক। ম্যাচ ড্র হয়ে যায়। সুপার ওভারে খেলা গড়ায়। সেখানে নেদারল্যান্ডস ৩০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্র আট রানে দু’উইকেট হারায়। ম্যাচ জিতে নেয় ডাচ-বাহিনী।
তবে হারলেও সুপার সিক্সে উঠতে সমস্যা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। গ্রুপ এ থেকে তৃতীয় দল হিসাবে সুপার সিক্সে পৌঁছেছে তারা। ক্যারিবিয়ান বাহিনী ছাড়াও পরের পর্বে ওই গ্রুপের জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস। শীর্ষে রইল জিম্বাবোয়ে। অন্য গ্রপ থেকে সুপার সিক্সে উঠল শ্রীলঙ্কা, স্কটল্যান্ড এবং ওমান। এই ছ’দলের খেলা হবে পরের পর্বে। সেখানে শুধু অন্য গ্রুপের দলগুলির বিরুদ্ধে খেলতে হবে। এই পর্বের পয়েন্ট যাবে পরের পর্বে। মোট পয়েন্টের বিচারে প্রথম দু’টি দল বিশ্বকাপের মূল পর্বে উঠবে। যোগ্যতা অর্জনের ম্যাচগুলি জিম্বাবোয়েতে খেলা হচ্ছে। আমেরিকা এবং নেপালের বিরুদ্ধে জিতলেও ওয়েস্ট ইন্ডিজ হেরে যায় জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে পরের পর্বে যাচ্ছে ক্যারিবিয়ানেরা। যথাক্রমে আট পয়েন্ট এবং ছ’পয়েন্ট পেয়েছে জিম্বাবোয়ে ও নেদারল্যান্ডস।