অনুব্রতহীন বীরভূমে প্রচার করতে যাবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারে বীরভূমে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, আগামী ৩ জুলাই বীরভূমের খয়রাশোলে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শেষবার যখন বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তখন তিনি দলের নেতাদের বার্তা দিয়েছিলেন বীরভূম এবার থেকে তিনি নিজেই দেখবেন।
অনুব্রতহীন বীরভূমের একটি কোর কমিটি ও তৈরি করে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন শেষ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পঞ্চায়েত ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম যাওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।দ্বিতীয় দফায় পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করবেন আগামী ৩০ শে জুন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, হুগলি থেকেই দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করতে চলেছেন তিনি। দ্বিতীয় দফার পঞ্চায়েত ভোটের প্রচারে হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গেছে। দ্বিতীয় দফায় মোট আটটি সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। আর এই আটটি সভার মধ্যে একটি সভা তিনি বীরভূমে করতে চলেছেন।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গেছে আগামী ৪ঠা জুলাই পশ্চিম মেদিনীপুরের নারায়নগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বকে কেন্দ্র করে মোটের ওপর কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বীরভূমে ছিল এবার শান্তির পরিবেশ। এমনটাই দাবি শাসকদলের। শুধু তাই নয়, বীরভূমে এবার গ্রাম পঞ্চায়েত আসনে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী। তবে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতে হবে হাড্ডাহাড্ডি লড়াই।