ভূস্বর্গে সন্ত্রাসদমনে ফের সাফল্য পেল ভারতীয় সেনা। গুলির লড়াইয়ে আরও একবার কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। মঙ্গলবার কুলগামে ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াই শুরু হয় সন্ত্রাসবাদীদের। সেই সংঘর্ষে মৃত্যু হয় এক জঙ্গির। এখনও পর্যন্ত মৃত জঙ্গির পরিচয় জানা যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ওই সংঘর্ষে এক জওয়ান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র-সহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে অত্যাধুনিক হাতিয়ার। তল্লাশি চালানো হচ্ছে সারা এলাকায়।
উল্লেখ্য, সোমবার কাশ্মীরের চার জেলায় অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। পাকিস্তানের মদতপুষ্ট জেহাদি নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতেই এই অভিযান, এমনই জানিয়েছে সূত্র। কুলগাম, বান্দিপোরা, শোপিয়ান-সহ পুলওয়ামার বারোটি জায়গায় তল্লাশি চালানো হয়। গত শুক্রবারই কাশ্মীরের কুপওয়ারায় খতম হয় ৪ জঙ্গি। পাক সীমান্তে নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতের অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিল তারা। তারপর ভারতীয় সেনার গুলিতে প্রাণ যায় তাদের।