এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি মিথ্যাবাদী বলে আক্রমণ করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ায়া।
রবিবার মহারাষ্ট্রের মুম্বইয়ে একটি জনসভায় ভাষণ দেন কংগ্রেস নেতা। সেখানে বিজেপি ও সঙ্ঘ পরিবারকে নিশানা করেন তিনি। বলেন, দেশের মানুষকে বিভক্ত করার চেষ্টা করছে গেরুয়া শিবির। বিজেপির কারণে সংবিধান এবং দেশের গণতন্ত্র হুমকির মুখে রয়েছে। এরপরই মোদীকে ‘বড় মিথ্যাবাদী’ আখ্যা দেন সিদ্দারামাইয়া।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমার ৪০ বছরের রাজনৈতিক কেরিয়ারে আমি মোদীর মতো মিথ্যা কথা বলে এমন একজন প্রধানমন্ত্রী দেখিনি। ২০১৪ সালে তিনি জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই কোটি চাকরি দেওয়ার কথা বলেছিলেন। ‘আচ্ছে দিন’ আনার কথাও বলেছিলেন। কিন্তু কোথায় ‘আচ্ছে দিন’?