অপেক্ষার অবসান। ঘোষিত হল ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সম্পূর্ণ সূচি। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ১৫ই অক্টোবরের ভারত-পাক ম্যাচের দায়িত্ব পেয়েছে আহমেদাবাদ। ৫ই অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড। ফাইনাল ১৯শে নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ই অক্টোবর। পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ই অক্টোবর, ১৫ই অক্টোবর, ১৯শে অক্টোবর, ২২শে অক্টোবর, ২৯শে অক্টোবর, ২রা নভেম্বর, ৫ই নভেম্বর ও ১১ই নভেম্বর। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। এবারের বিশ্বকাপে খেলা হবে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে।
এক নজরে দেখে নেওয়া যাক গ্রুপ পর্বে ভারতের ম্যাচের সুচি :
১) বনাম অস্ট্রেলিয়া, ৮ই অক্টোবর, চেন্নাই।
২) বনাম আফগানিস্তান, ১১ই অক্টোবর, দিল্লী।
৩) বনাম পাকিস্তান, ১৫ই অক্টোবর, আহমেদাবাদ।
৪) বনাম বাংলাদেশ, ১৯শে অক্টোবর, পুণে।
৫) বনাম নিউ জিল্যান্ড, ২২শে অক্টোবর, ধর্মশালা।
৬) বনাম ইংল্যান্ড, ২৯শে অক্টোবর, লখনউ।
৭) বনাম কোয়ালিফায়ার ২, ২রা নভেম্বর, মুম্বই।
৮) বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ই নভেম্বর, কলকাতা।
৯) বনাম কোয়ালিফায়ার ১, ১১ই নভেম্বর, বেঙ্গালুরু।
উল্লেখ্য, বিশ্বকাপে মোট পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার ইডেন গার্ডেনস। তার মধ্যে একটি খেলা নক আউট পর্বে। বাকি চারটি ম্যাচ হবে গ্রপ পর্বে। বাংলাদেশের দু’টি ম্যাচ রয়েছে ইডেনে। পাকিস্তানের একটি ম্যাচ রয়েছে। ইডেনে ভারতের খেলা কার বিরুদ্ধে হবে, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। উঠে এসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের নাম। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবেন রোহিতরা। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের মধ্যে একটি আয়োজিত হবে ক্রিকেটের নন্দনকাননে।