গত ১১ জুন বনগাঁয় তাঁর সফরকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। তিনি মতুয়াদের ঠাকুরবাড়িতে পুজো দিতে যাওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মূল গেট। এবার তা নিয়েই নদিয়ার কৃষ্ণগঞ্জের সভা থেকে বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তোপ দাগলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘ঠাকুরবাড়িতে ঢুকতে কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? কার অ্যাপয়েন্টমেন্ট নেব?’
এর পাশাপাশি মূল্যবৃদ্ধি থেকে ১০০ দিনের কাজে কেন্দ্রের বঞ্চনা, সিএএ-এনআরসি সহ একাধিক ইস্যুতে এদিন কেন্দ্রের মোদী সরকারকে একহাত নেন অভিষেক। আমজনতার উদ্দেশে বলেন, ঘাসফুল ভরসার প্রতীক। তাই পঞ্চায়েতে এই দলকেই জেতান। সঙ্গে দৃঢ় কণ্ঠে জানিয়ে দেন, গতবারের থেকে এবারের পঞ্চায়েত ভোটে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধান আরও বাড়বে তৃণমূলের।