গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর একে একে রাজ্যের সব জেলায় তিনি জনসংযোগ থেকে রোড শো এবং জনসভা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মানুষের ঘরে গিয়ে সমস্যার কথা শুনেছেন। গ্রামবাংলার মত নিতে বেরিয়েছেন। এবার পঞ্চায়েত ভোটের প্রচার শুরু করেছেন অভিষেক। আজ ডোমকলে রোড শো করতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বারবার অশান্তির খবর আসতে শুরু করেছিল মুর্শিদাবাদ জেলা থেকে। ডোমকল, রাণিনগর, ভরতপুর-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর এসেছে। যদিও গত লোকসভা নির্বাচনে এই জেলার তিন আসনের দুটি গিয়েছিল তৃণমূলের দখলে৷ বিধানসভা ভোটেও তৃণমূল এখানে ভাল ফল করেছে৷ এমনকী সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী বায়রন বিশ্বাসও শেষমেশ শাসক দলে যোগ দিয়েছেন। আজ ডোমকল থেকে কী বার্তা দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেইদিকেই তাকিয়ে জেলার নেতা-কর্মীরা।