জলপাইগুড়ির সভা থেকে কেন্দ্রীয় সরকারকে একাধিক বিষয় তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি বাংলার বাড়ি করে দেব। টাকা এলে করে দেব। আমি কথা দিচ্ছি। কাউকে এক পয়সা দেবেন না। কেউ যদি বলে আমাকে পয়সা দাও বলবেন দিদি কে বলে দেব। আমরা চাই মানুষের কাজ মানুষ করুক।
মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল কোথায় হারবে? তৃণমূল সব জায়গায় জিতবে। কার ক্ষমতা আছে তৃণমূলকে হারানোর। কোনও কোনও বিজেপি নেতা বলছেন, তৃণমূলকে ভোট দিলে ইডি, সিবিআইকে দেব। কিছুই করতে পারবে না। আগামী দিনে নরেন্দ্র মোদীকে সরানোর শপথ নেওয়ার দিন। গোটা ভারতে আমরা জোট করব। কিন্তু এখানে বিজেপি, কংগ্রেস, সিপিআইএম যেভাবে কাজ করছে, তাঁদের মুখ ভোঁতা করে দেব। মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির আয়ু মাত্র ৬ মাস। আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ মাসে ভোট। ১০০ দিনের যে টাকা আমরা পায়নি সেই টাকা আমরা ছিনিয়ে আনবই।